Bari Phire Aye Lyrics Nikhita Gandhi
Song Name : Bari Phire Aye
Music : Swastika & Sagnik For Jam8
Singer : Nikhita Gandhi
Lyrics : Prasen
Programmer : Jim Satya
Shoot mix : Ashwin Kulkarni
Electric Guitar, Acoustic Guitar & Bass : Roland Fernandes
Vocal Conductor : Tushar Joshi
Recording Engineer : Aaroh Velankar, Aniruddh Anantha, Himanshu Shirlekar, Harjot Kaur
Mix & Master : Subhadeep Mitra
Managing Director : Manoj Harsh
Bari Phire Aye Lyrics Bengali
মুশকিলে পড়ে গেলো মনটা
পাঁচিলে চড়ে গেল চাঁদ
ছিল সে নিজের কথা না ভেবে
হুঁ.. খুশি গুলো দিয়েছিল বাদ
চুপি চুপি সে
খোলা আকাশে
আজ খেলতে যাই
আর গান শোনায়
আঁকাবাঁকা পথ
ভাঙ্গা মনোরথ
তবু গুড়িয়ে যায়
জানি পথ হারায়
কিছু ঠিক কিছু ভুল
ছুঁয়ে সন্ধে আঙুল
বলেছে বাড়ি ফিরে আয়
কিছু দিন কিছু রাত
কাঁধে রেখেছে হাত
ডেকেছে বাড়ি ফিরে আয়
কর পড়তা টিকিটে আমি
উঠে পড়েছি ঝুলন্ত ট্রেনে
নেমে পড়ছে ঘুমের স্টেশনে মন
বেঁচে পড়তে থাকার মানে
পাখিদের বাসারা জানে
ফিরে আসে তারি তো টানে মন
চোখে মুখে পরলে চাদর
মাঝে মাঝে লাগছে ভালো
তোর আমার থেকে বেশি সে কথা জানে মন
চুপি চুপি সে
খোলা আকাশে
আজ খেলতে যাই
আর গান শোনায়
আঁকাবাঁকা পথ
ভাঙ্গা মনোরথ
তবু গুড়িয়ে যায়
জানি পথ হারায়
কিছু ঠিক কিছু ভুল
ছুঁয়ে সন্ধে আঙুল
বলেছে বাড়ি ফিরে আয়
কিছু দিন কিছু রাত
কাঁধে রেখেছে হাত
ডেকেছে বাড়ি ফিরে আয়
0 Comments