Boishakher Bikel Balay Lyrics:

Song : Boishakher Bikel Balay
Singer : Akassh & Kona
Music : Akassh Sen
Lyrics : Priyo Chattopadhyay
Director : Shib Ram Sharma
Mix & Mastered By : Gautam Chakrabortty
Label : Live Tech & Eskay Movies

Boishakher Bikel Balay Song Lyrics In Bengali :

বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
হো, ও হু

বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
প্রেমের একখান গান শোনাবো,
আরে বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
প্রেমের একখান গান শুনাবো।

পাখিরা ডাকবে, মনে রং লাগবে
পাখিরা ডাকবে, মনে রং লাগবে
কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো
প্রমের একখান গান শোনাবো।
বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
প্রেমের একখান গান শোনাবো।

আকাশ জুড়ে মেঘের মায়া
থাকবো হয়ে তোমার ছায়া,
আকাশ জুড়ে মেঘের মায়া
থাকবো হয়ে তোমার ছায়া,
পাখিরা ডাকবে মনে রং লাগবে
পাখিরা ডাকবে মনে রং লাগবে
কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো
প্রেমের একখান গান শুনাবো।
বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
প্রেমের একখান গান শোনাবো।

লা লালা লা...

ঝিরি ঝিরি বইবে হাওয়া
জাগবে মনে নতুন চাওয়া,
ঝিরি ঝিরি বইবে হাওয়া
জাগবে মনে নতুন চাওয়া,
পাখিরা ডাকবে মনে রং লাগবে
পাখিরা ডাকবে মনে রং লাগবে
কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো
প্রেমের একখান গান শুনাবো।

বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
প্রেমের একখান গান শোনাবো,
আরে বৈশাখের বিকেল বেলায়
তোমায় নিয়ে বকুল তলায়
প্রেমের একখান গান শোনাবো
অরে প্রেমের একখান গান শোনাবো,
হ্যাঁ হ্যাঁ প্রেমের একখান গান শোনাবো।

বৈশাখের বিকেল বেলায় লিরিক্স :
Boishakher bikel belay
Tomay niye bokul tolay
Premer ekkhan gaan shonabo
Pakhi ra daakbe mone rong laagbe
Kichu misti modhur swopno sajabo
Premer ek khan gaan shonabo
Akash jure megher maaya
Thakbo hoye tomar chaya
Jhiri jhiri boibe haowa
Jaagbe mone notun chaowa